🌿🌿🥀আমার মা 🥀🌿🌿
                  বেগম সেলিনা খাতুন


মাগো তোমায় বাসি ভালো অনেক বেশি করে,
দিন রজনী সব সময়ই তোমায় মনে পরে।
আর কটা দিন থাকতে যদি আমারই পাশে,
অনাদরের দেহ খানি পূর্ণ হতো তোমার আদরে।


ক্ষণে ক্ষণে মনে পরে, শৈশবের অভিমানের কথা যতো,
আবদারের পর করিতাম আবদার,খেয়াল খুশি মতো।
বুকের উপর ঘুম পাড়াতে সারা নিশি জেগে,
ঘুম বিহীন রাত কাটাতে, অভিযোগ  করোনি তাতে।


ভালো খাবার গুলো খাইয়েছো মোরে,
নিজের খাবার কখন খাবে ভুলে গেছো খেতে।
তোমার মতো মাগো ভালোবাসবে নাতো কেউ,
বাসিভালো তোমায় মাগো সাগরের যেমন ঢেউ।


একটি আবদার করি মাগো যেথায় থাকো তুমি ,
সেখান থেকে ভালো থেকো ভালো থাকবো আমি।
কোথায় আছো কেমন আছো জানিনা তো আমি,
আমার মনের বিশ্বাস বলে জান্নাত বাসি তুমি।


নেক বান্দা ছিলে তুমি সর্ব লোকে জানে,
দু'হাত ভরে দান করিতে গোপনে গোপনে।
ভুল করেও মিথ্যা কথা বলতে না তুমি,
শোনাতে তুমি মিথ্যা বলার সাজার কাহিনী।


জীবনে তোমায় নামাজ কাজা করতে দেখিনি,
আজানের ধ্বনী শুনে জেগে উঠেছো তুমি ।
ডেকে ডেকে তুমি বাড়ীর সবাইকে জাগাতে,
উঠো উঠো পড়ো নামাজ সুর্য উঠে যাবে।


আমার জন্মের সময় হয়েছিল যখন ,
প্রসব বেদনায় ছটফট করেছিলে তখন।
মুখখানি যখন তুমি দেখেছিলে,
ব্যাথা বেদনা ভুলে গিয়ে কোলে তুলে নিলে।


চুমোয় চুমোয় ভরে দিলে সর্ব অঙ্গ আমার,    
খোদার কাছে প্রার্থনা করলে সু-সন্তান হবার।
তোমার আসা পুর্ন আমি করতে পেরেছি,
মহানবী (সাঃ ) আদর্শে জীবন গড়েছি।।