🌾ইচ্ছে ছিলো🌾
🥀🥀বেগম সেলিনা খাতুন 🥀🥀


ইচ্ছে ছিলো বন বাদাড়ে উড়ে বেড়াই পাখির ডানায়,
নানান রঙের ফুটাই ফুল শাখায় শাখায়।
ভুল করে না হয় তুলে নিবো,গুজে দিবো খোঁপায়।


ইচ্ছে ছিলো কুয়াশার চাঁদর জড়িয়ে থাকি শীতের ভোরে।
জুঁই চামেলী শেফালী কুঁড়াই সবার অগোচরে,
পাঁপড়ি গুলো বাতাসে উড়ায় আজলা ভরে।


ইচ্ছে ছিলো বৃষ্টির দিনে দিঘির জলে স্নান করি।
পদ্ম পাতায় সমুদ্র গড়ি,
আকাশের গায়ে থাকবে নীল শাড়ী।
শ্রাবণের বৃষ্টির ধারা ধূয়ে দিবে চোখের বারি।


ইচ্ছে ছিলো কোন এক শুক্লো দাদশীর রাতে
বসন্তের শেষে,
নীরব নদীর মধ্যে খানে উদাস আকাশের নিচে,
লিখি না বলা কথা,গল্পের ছলে।


ইচ্ছে ছিলো বৈশাখী মেলায়,নাগর দোলায়,
ভেসে বেড়াই হাওয়ায় হাওয়ায়,
খাই পান্তা ভাত আর ইলিশ ভাজা,
মুড়ি মুড়কি খই সন্দেশ বাতাসা।


ইচ্ছে ছিলো রোজ রাতে মায়ের আদর খাই,
শাড়ির আঁচলে জড়িয়ে বুকেতে ঘুমাই,
মাকে আাজ পড়ছে মনে সারা বেলাই।


ইচ্ছে ছিলো বউচি আর গোল্লাছুট মারবেল খেলি,
গোধূলি বেলায় পাখিদের নীড়ে ফিরার আওয়াজ শুনি।
স্নিগ্ধ ভরা আরো একটা সকাল দেখি।