তুমি চিঁতা হরিণের মতো এসেছিলে আমার জীবনে,
চোখের পলকে হারিয়ে গেলে, গভীর মহুয়ার বনে,
ভালবাসার সৌধ গড়া হলোনা আমাদের জীবনে।


হয়তো আবার হবে দেখা, তখন এই মনে তোমায় যাবেকি রাখা?
মনটা আমার এতোই ব্যাকুল, তোমার জন্য হারিয়েছি জীবনের দুকূল।


জীবনটা ক্ষণস্থায়ী, তোমার দেওয়া কষ্ট গুলো স্থায়ী।
পূণরজীবন নিয়ে যদি আবার আসি এই পৃথিবীতে, তোমার দেওয়া কষ্টের ক্ষত গুলো শুকাবেনা তাতে।


আমার বলা কথা গুলো যদি নাই পারলে বুঝতে,
ভালবাসি ভালবাসি বলেছিলে কোন অধিকারে?
আমাদের ভালবাসার সময় গুলো সত্যিই খুব মনে পড়ে।


ভালবাসার হয়না কোন রঙ, হয়না কোন আকার, হয় শুধুই অনুভূতি,
তোমার দেওয়া কষ্ট সহ্য করা বড় কঠিন ছিলনা আমার,
স্মৃতি গুলো আঁকড়ে ছিলাম, কিন্তু এক সময় দীর্ঘশ্বাসে হলো পরিণতি।


তুমি হারিয়ে গেলে হেমন্তের ঝরা পাতার মতো,
ঝরা ডালে নতুন উদ্যমে অংকুরিত হবে নতুন পল্লব,
সবুজে সবুজে ভরে উঠবে উদ্যান, আমাদের ভালবাসা কনোদিন ও পেলোনা স্বীকৃতি, ঝরলো শুধু অশ্রুজল।