"" হেমন্তের শীতের ছোঁয়া ""
     বেগম সেলিনা খাতুন


শুকনো পাতার মর্মর শব্দ শুনে
নীদ ভাঙ্গলো কালো কোকিলের
কুহু কুহু সুরে গান গেয়ে
আনলো ডেকে হেমন্তরে।


সকাল বেলার খেজুর রসের
মিষ্টি পায়েস খায়েশ করে
খায় বসে রোদের ধারে
শরীর কাঁপে শিরশিরিয়ে।


হেমন্তের শীতের ছোঁয়ায়
হাত কাপে ঠোঁট কাপে সদায়
কম্বল খানি জড়ায় ঘুমায়
সাঁজ সকালে নদীর কুলে
মাছ ধরিতে জাল ফেলায়।


শিশির ভেজা শিউলি ফুল
লুটিয়ে পড়ে ঘাসের উপর
আঁচল পেতে শিউলি কুড়ায়
শিশির পরে ফোঁটায় ফোঁটায়।


মাতাল করে শিউলির ঘ্রাণ
উত্তরের হীম হাওয়ায় ব্যাকুল করে প্রাণ
হেমন্তের মেঘ হীন নীল আকাশ
থমকে আছে মেঘের নাই পূর্বাভাস।