🍀🍀 মেঘ মালাদের নীল খামে🍀🍀
    🍁🍁বেগম সেলিনা খাতুন🍁🍁


বর্ষার আকাশে সাদা কালো মেঘের ভেলা,
এখনি হবে বুঝি, ঝুম ঝুম বৃষ্টির খেলা।
টিনের চালের টাপুর টুপুর বৃষ্টির শব্দে দেয় মনে দোলা।


বৃষ্টির আড়ালে বসে,ভালোবেসে তোমার নামে
চিঠি লিখি আপন মনে।
সেই চিঠিটা পাঠিয়ে দিব খুব যতনে
স্বপ্নের ঠিকানায় ,মেঘ মালাদের নীল খামে।


পড়েছি আমি নীল শাড়ী,
পায়ে দিলাম নূপুর ,
কপালে তিলকের ফোটা
হাতে সোনার চুড়।
ব্যাকুল এ মনে বাজে শুধু বিরহের সুর।


ঝুম ঝুম বৃষ্টির সুরে
নূপুরের শব্দ যায় হারিয়ে
চোখের কাজল ধুয়ে যায় বৃষ্টির জলে,
তোমার প্রেমের প্লাবনে মোরে ভাসিয়ে দিলে।


আমার চিঠির জবাব নাইবা দিলে অবেলায়
এসো তুমি রংধনুর রংয়ের ভেলায়
সেই চিঠিটা থাকবে তোমার নিয়ন্ত্রনে
পড়বো বসে আমরা দুজন নিরজনে।