পল্লীপথ
বেগম সেলিনা খাতুন।


আঁকা বাঁকা পল্লীপথ ধুসর মাটি......
চারদিক শস্য শ্যামল সবুজ মায়াবী
চৈত্রের গগনে গর্জে মেঘ গুরু গুরু
ঝাঁঝালো আগুন নিভাতে বৃষ্টি হয় শুরু।


নদীতে জাল ফেলে মাছ ধরিতে জেলে.......
গাংচিল ধরে মাছ বিনা জালে এক ছোবলে
ঝিলের মাঝে পানকৌড়ি মেতে থাকে ডুব সাঁতারে
রমনীরা কলসি কাঁখে যায় যে ঝিলের পারে।


চৈত্রের তপ্ত রোদ পারেনা তাদের পুড়াতে
দিন শেষে ঘরে ফিরে আয়েশ করিতে
সাঁজের বেলা গুঞ্জরিত হয়,
লক্ষ কোটি মৌমাছির সুরে সুরে
তাহাদের রূপলীলা বৃক্ষের ডালে ডালে।


প্রখর রোদ,গর্জে ওঠা মেঘ, উপেক্ষা করে
চাষ করে চাষা
সোনার ফসল ফলাতে ঢেলে দেয় ভালোবাসা
চায়না তারা গাড়ী বাড়ী চায়না আলোক সজ্জা
প্রদীপ জ্বালিয়ে দাওয়ায় বসে রূপ কথার আড্ডা।


চাও যদি দেখিতে গ্রাম বাংলার মুখ
চলে এসো মেঠো পথে খুঁজে পাবে সুখ
দেখ,সোনালী ফসলে আছে মাঠ ভরা
অবাক হয়ে ভাববে তুমি এসব সাজিয়েছে কারা।