শিশিরের শব্দ
বেগম সেলিনা খাতুন


ঘুম ভেঙ্গেছিল রাতের শেষ প্রহরে
কোমল শিশিরের শব্দ শুনে
কিশোরী তুলছে ফুল কুয়াশায় ভিজে-ভিজে
ঘর সাজাবে দোর সাজাবে, সাজাবে মাথার খোপা
পুর্ব দিগন্তে অরুণ রবি জ্বালাবে তার শিখা।


পাহাড়ের ঝরনা করছে কুলকুল শব্দ
কুয়াশা জড়িয়ে রেখেছে পাহাড়ের অঙ্গ
সবুজের টানে আকাশ রয়েছে নূয়ে
শোভা বিলিয়েছে মনের কোণে, নয়নে নয়নে।


দুধ রঙা মেঘেরা ঢেউ তুলেছে ঐ সূদুরে
আকাশের নীল ঢেকে আছে মেঘেদের ভীড়ে
নদীর জল থমকে আছে বায়ু বিহনে
কুল ছুঁয়েছে মাঠ ভরেছে শস্য শ্যামলে।


গোধুলী আবির ছড়িয়েছে পশ্চিমে
গগণের তারা উঠলো জ্বেলে মিট-মিটিয়ে
সজল হাওয়া বইছে শাড়ীর আঁচলে
পূর্ণিমা তাঁর রুপ ছড়ালো বিশ্ব জুড়ে।।