স্বপ্ন
বেগম সেলিনা খাতুন


স্বপ্ন আমাকে হাসতে শিখায়,
তোমরা  মুগ্ধ থাকো প্রশংসায়
তোমরা জানোনা সময় কেটেছে কত বঞ্চনায়।


স্বপ্ন শিখায় আকাশ ছুঁতে,
তোমরা  দেখ উন্নয়নের পথে,
তোমরা জানোনা জ্বলছি অদৃশ্য উত্তাপে;


স্বপ্ন করেছে রাজ রানী,
তোমরা শোনাও আসার বানী,
দেখনা কেউ হৃদয়ের করুন কাহিনী।


স্বপ্ন আমার দূর করে অন্ধকার
তোমরা দেখ পেয়েছি হারানো কৈশোর
দেখকি তোমরা ঘুমিয়ে আছে মোর কন্ঠস্বর?


স্বপ্ন উঠালো পাহাড়ের চূড়ায়,
তোমরা দেখ পৌঁছেছি অবলিলায়,
দেখনি কেউ গ্রাসিত হয়েছি মেঘের মহনায়।


স্বপ্ন আমায় আলোকিত মানুষ করে
তোমরা দেখ নির্জন ঘরে আলো ঝরে
দেখনা কেউ স্বপ্নের জায়নামাজে বসে থাকি নির্জনে।