🍀🍀🥀ভালোাসা হারিয়ে কাঁদে🥀🍀🍀
           🌾বেগম সেলিনা খাতুন 🌾


খুব যে ভালো বেসেছো তা কিন্তু নয়,
তবু কেন এতো মায়া তোমার জন্য হয়!


জীবনে একবারও বলোনি ভালোবাসি তোমায়,
আজ মনে হয় প্রতি মুহূর্তে তোমার ভালোবাসা হারাই।


তোমার কথা পরছে মনে বারে বারে,
বিরহ দানা বেঁধেছে মনের গভীরে।


যেতাম যদি বাপের বাড়ি,
হতো তোমার মুখটা ভারী।
বেলা গড়াতেই, করছো শুধু পায়চারী।


ফোনের পরে ফোন, প্রশ্নের পিঠে প্রশ্ন,
কখন আসবে বাড়ী বেলা যে যায় গড়ি।


রেগে গিয়ে বলতাম, হাঁকডাক করছো কেন অকারণ?
আমায় তো ভালোবাসনা,এখন কেন প্রয়োজন!


মিষ্টি করে বলতে
তুমি ছাড়া তোমার অঙ্গন অন্ধকার,
বুকে করে চিন চিন,হৃদয় করে হাহাকার।


তোমার আমার মালা বদল হলো যেদিন
ঘুম জড়ানো চোখে তোমায় দেখি সেদিন।


মায়া ভরা মুখটা আছে কাহার অপেক্ষায়,
হাত বারিয়ে বরণ করলে আমায় নিপুণ নিষ্ঠায়।


কতো আদর সোহাগ করেছি অবহেলা
অভিমানে ফিরিয়ে দিয়েছি প্রেমের মালা।


আষাঢ়ের বাদল দিনে,পরছে মনে ক্ষণে ক্ষণে
অঝোর ধারায় চোখের জল একাকার হয়েছে বৃষ্টির জলে।


হে-বন্ধু নিশুতি রাতে বারে শুধু ক্রন্দন,
বুকের ব্যাথা বুকে চেপে দেখি যে স্বপন।


রাতের শেষ প্রহরে তাহার আওয়াজ শুনি,
মিষ্ট সুরে ডাকে আমায় শোন আজানের ধ্বনি।


বন্ধু আমার থাকিও ভালো, করি আবেদন
পরোয়ার দেগার,সেতো বুঝে আমার মন।


বুকের কাঁদন বুকে রেখে,তোমায় করি স্মরণ,
তুমুলভাবে হৃদয়ের গভীরে হয় রক্ত ক্ষরণ।


যেথায় তুমি ঘর বেঁধেছো,সেথায় পাবে মোরে,
সময় হলে পৌঁছে যাব নীল দরিয়া পারি দিয়ে।