জীবনে চলার পথে আসে অনেক দুঃখ কষ্ট
বিন্দু বিন্দু আশা স্বপ্ন হয়ে উঁকি দেয়
স্বপ্নের মেঘ ভাসে জীবন নামক আকাশে
কিছু স্বপ্নের মেঘ বৃষ্টি হয়ে ঝরে যায়
কালবৈশাখী ঝড় জীবনটাকে ছন্নছাড়া করে তোলে
রোদের তাপে কাঁদামাটি শুকিয়ে যায়
কুয়াশা ঢাকা ভোরকে সূর্যপ্রাণ দেয়
পৃথিবী হয়ে ওঠে সতেজ ও সুন্দর
স্বপ্নের বীজ বুনে নতুন করে মনের বাগানে
সংগ্রাম শুরু হয় স্বপ্নকে বাস্তবে রূপ দিতে
এভাবে চলতে থাকে জীবন যুগ থেকে যুগান্তরে।


ইং- ৪/১০/০৮