আজ বসন্ত বলে পাখিরা গান গায়।গাছে গাছে মুকুলে র মেলা বসেছে।আজ বসন্ত বলে দুটি হাত এক করে হেঁটে চলেছে প্রিয়তম -প্রিয়তমা।
আজ বসন্ত বলে মেঘেরা ও খেলা করছে,
বাতাসে ভেষে বেড়াচ্ছে ফুলের সুঘ্রাণ।
"আজ বসন্ত আমি একলা তোমার পথ চেয়ে"
সেই কবেই না তুমি এসেছিলে বসন্ত লগ্নে।
চারটি বছর পেরিয়ে গেলো আর হাতে হাত রেখে পথ চলা হলো না।
আজ বসন্ত বলেই উদ্দেলীত আমার মন।
আজ বসন্ত তাই কিশোর কিশোরীরা নানা রংয়ের কাপড় পরে ঘুরে বেড়ায়।
আজ বসন্ত বলেই তো ঘুড়ি উড়িয়ে বেড়ায় ছোট ছোট বাচ্চারাও,তাদের সঙ্গে পাল্লা দিয়ে উড়ে বেড়ায় প্রজাপতি।
আজ বসন্ত বলেই আমরা ডেমেনশিয়াতে আক্রান্ত।
আজ বসন্ত বলেই সেই পুরোনো স্মৃতি মনের কুটিরে আঘাত করে।
আজ বসন্ত বলেই ভয় হয় কখন যে আবারো আমার মতোই কোন পাগোল প্রেমিক  তার প্রিয় মানুষটিকে হারিয়ে ফেলে কোন দামি গাড়ির চাকার নিচে পরে।
নিমিষেই সব স্বপ্ন ভেস্তে যাবে তাদের।
আজ বসন্ত বলেই বাইক দেখে ভয় পাই, তবুও সবাইকে জানাই এই বসন্তের শুভেচ্ছা।