আমি চলে গেলে
এমন আকাশ কাঁপানো বিকেল
মধূমাখা ছোঁয়া, তাকে নিয়ে যাবে
ধূসর মনখারাপ কোন বিবর্ণ উপকুলে?


এমনই চমকিত
এমনই সোনারঙ ভালোবাসা
বুদবুদসম মিঠে ঘ্রাণ ভাসবে
স্মৃতিময়  নীল সরোবরে?


আমি চলে গেলে
হাজার বছর পরে
নিস্ফলা প্রণয়ে ব্যথিত হবে নিঃস্বার্থ প্রেমিক?
শুধুই ব্যথিত হবে দয়িতা ইয়স?
প্রেমের হলাহলে আকন্ঠ নীল হয়ে
আবারো বিদায় নেবে জ্ঞানী সক্রেটিস?