ফিরে এসো প্রিয়া আর একবার সেই পাগলীনির ছলে
তুমি কি দেখতে পাওনি?আমি আগের মতোই আজো আছি দাঁড়িয়ে তোমার অপেক্ষায়।
দেখ আমার এলোমেলো চুল,পরনে সেই জির্ন শার্ট, দাবা দুটি চোখ,মুখে খোঁচা-খোঁচা দাড়ি,শীতের হাওয়ায় শিহরীত শরীর আর রুদ্ধ বাক এখনো আছে।
এখনো আমি থাকি বাবলা গাছের নিচে দাড়িয়ে তাই হয়তো এখনো কবিতা লেখার ভাবটুকু খুঁজে পাই পাতা নাড়ানো বাবলা পাতার বাতাসে,
শুধু সেই তুমি পাশে নেই।
বিরক্তে,অহংকারে তুমি আজও আছো বহুদূরে।
কেন বুঝনা অবুঝের ছলে?
কেন হাস অমন করে সে হাসি,যে হাসি পীরা দেয় আমাকে।
আর কতো বুঝিয়ে রাখবো নিজেকে?
কেন সে ফুল চাও তুমি, যার কাঁটা বিদ্ধবে আমার বুকে।
আর বুঝেনা মন,
চোখে আসে প্লাবন।
জানি এ মরীচিকা,
শুধুই বাড়াবে হতাশা।
তবুও বুঝি খুঁজে পাই আমি তার মধ্যেই আশা।
এখন কি করার আমার?
শুধু দেখে যাওয়া।
আর হতাশ মনে, ক্লান্ত শরীরে সময়ের নৌকায় ভেসে চলা, কোন এক তীরের খোঁজে যেখানে গেলে পুনরায় তোমাকে পাবো।
মনে বেড়েছে তিক্ততা নিজের প্রতি,
বেড়েছে অসহ্য যন্ত্রনা,না পাওয়ার ব্যথায় আজ আমি কাতর।
তবুও বলছি ফিরে আসো,ফিরে আসো!
সত্যি বলছি শোনো
কবি হয়েছি শুধু আমি, প্রেমিক হইনি আজো।