তুমি আমায় এনে দিও সকালের সূর্যের আলো
ঘুম থেকে উঠতেই দিও বেলি ফুলের মালা
নিয়ে যেও হাঁটতে সকালের শিশির ভেজা ঘাসে
দুজনে পাশা পাশি হাত ধরে হাঁটবো খানিকটা পথ
এতটাই ইচ্ছে ছিলো!
তবে পুরনিয় স্বপ্ন নয়
এ স্বপ্ন যে তারাই দেখে যারা হাঁটতে পারে
আমি যে এক প্রতিবন্ধি কিশোরি
আমি যে এ সমাজের বোঝা,নানান স্বপ্ন বুনি মনে মনে যা পুরনিয় নয়
আমাকে কেউ যে নিবেনা তাদের সঙ্গী করে
আমি যে এক অবলা প্রতিবন্ধি কিশোরি।


বি:দ্র:প্রতিবন্ধি কিশোরির স্বপ্ন