হায় অসহায় মানবতা
আকাশ,বাতাস,পাখ-পাখালি,
নুয়ে পড়া তরুলতা
এক সাথে কাঁদে ওরে কাঁদে মানবতা।
হিংস্র হয়ে ওঠে কিছু মানব
ধুয়ে মুছে খেয়ে ফেলে
মনুষ্যত্ব ও জাগ্রতা।
নিজের সার্থে
মেরে ফেলে অনেক মানব কলি
দিধা হয় না তাদের দিতে
মানব বলী!
অশ্রু ঝরেনা চোখে
থাকে না তারা ব্যাথায় কাতর
হায় হায় একি হলো দেশে
নেই কেন মানবতা?
অবহেলায় আজ অসহায় মানবতা।