মাগো , আমি তোমার পড়ে থাকা চরণ ধুলি,
অতি যতনে হৃদয়ে নিয়েছি তুলি।
তোমার ভাবনা সদা থাকে যে প্রাণে
যদি বলো ,দেখাবো মোর হৃদয় খুলি।


আমি আমার সকল বাসনা সঁপেছি
তোমার কোমল চরণ তলে;
আমি তো তোমার দু'চোখে দেখেছি
মায়া-মমতা অশ্রু হয়ে ঝরে পড়ে দলে দলে।


এই একলা ভবে, সদা তুমি রবে
আমার প্রাণের প্রিয়জন;
তোমার তরে ,এ প্রাণের ঘরে
সাজিয়ে রেখেছি মনের সিংহাসন।


তোমার অমৃত পরশে, প্রাণে লাগে এমন দোলা
আমি হয়ে যায় আপন ভোলা।


মাগো ,
তোমার আ শীষ যেন থাকে আমার বুকে
আর বেশি কিছু চাওয়ার নাই;
আমি সুখের বাঁশি, বাজিয়ে যাবে মুখে
ঐ দুঃখের দিনে ও যেন , তোমাকে কাছে পাই।