অবশেষে এক মায়াবিনী
ডাকছে চুপিচুপি শ্ব রে
কদম্ব ফুল গুঁজে খোঁপায়
এই বসন্ত দুপুরে।
বরেণ্য মাল্য সেঁজেছে
প্রথম বেজেছে প্রেমের শঙ্খ
দিবস রজনী অপেক্ষা তাঁর
মায়াবিনী করিয়াছে প্রেমের সঞ্চার
কেমনে বলিব মনের কথা
সব পুঙ্খানুপুঙ্খ রূপে।
অবশেষে এই অবোধ মনে
জন্মেছে প্রেম ললনার তরে
এখন বুঝেছি সকল কিছু
কেন যায় সবে প্রেমের পিছু
কেন দুনিয়ার মায়া ছেড়ে
প্রেমের জন্য তরুন-তরুনী মরে।
স্বাদ জাগছে বাঁচি থাকিবার
লক্ষ বছর ধরে।
প্রেমের সাগরে গভীরে ডুবেছি
জানিনা কেন?
আমি এ ভুল করেছি
মন প্রাণ সব হারিয়ে ফেলেছি
মায়াবিনী ললনার তরে।।