রাস্তা ঘাটে দেয়ালে দেয়ালে বিল বোর্ড আর ফেস্টুন  কোথাও বা মিনি সাইনবোর্ড
গাছে শোভা পায় নামি বে নামি সব পোস্টার!
অথচ স্বাধীনতার জন্য হাতে হাতে ফেস্টুন
মুক্তি চাই, দিতে ই হবে রাষ্ট্র ভাষা বাংলা,
কত শত হাতে খিলা পোস্টার
আজ সব কোথায় গেলো?
যেখানে সেখানে দেখি রাজ্য জয়ের পোস্টার
বাসস্টান্ড কিংবা পাবলিক টয়লেটের ধারে
পোস্টার ঝুলে শোভাবর্ধন করছে নর্দমার স্তুত
দেখতে কি যে বিশ্রী লাগে ;
তবুও এসব করতে কে বাঁধা দিতে পারে?
এটা তো স্বাধীন দেশ নয়
স্বাধীনতার নামে সৌর শাসনের দেশ,
স্বাধীনতার নামে লুটতরাজ আর বাক শাল প্রতিষ্ঠার নিয়মিত কাজ করছে স্বৈরাচার শাসক গুষ্টি
পোস্টার নাম শুনে তৃপ্তির বীজ নিহত হতো
আর এখন সেটা দেখলে সব স্মৃতি ম্লান হয়ে যায়
মাঝে মাঝে হত্যার বিচার চাই,
নিঃশর্ত মুক্তি চাই আরও কত কি!
দেখার তো শেষ নেই!
পোস্টার নেই আর কোন মূল্য
ওরে নবীন এবার তো তোদের পালা
বাঁধ ভাঙ্গা জোয়ারে মিটুক জ্বালা
দেখে দেখে দেয় হি সু করে দেয় ঐ সব পোস্টার
টয়লেটের দেয়াল আর নর্দমার মূল্যহীন পোস্টার।