বৃষ্টির শব্দে ঘুম ভেঙ্গে গেল
ঘরের চালে টিপ টিপ বৃষ্টি পড়ছে
চোখ খুলতেই তোমার ছবি দেখতে পেলাম
হৃদয়টা মোচড় দিয়ে উঠলো
চোখ গড়িয়ে জল পড়তে লাগলো।
অথচ সে দিকে আমার কোন খেয়াল নেই
সমস্ত ভাবনা জুড়ে শুধু তুমি
আর সে দিনে ঘটে যাওয়া ঘটনা মনে পড়ছে


সে দিনও টিপ টিপ বৃষ্টি হচ্ছিলো
আমরা দুজনে হাতে হাত রেখে হেঁটে যাচ্ছিলাম


তুমি বৃষ্টির মতো করে সমস্ত প্রেম উজাড় করে দিচ্ছো বৃষ্টি ভেজা সবুজ প্রকৃতিকে
কখনও বা কচুপাতায় জমে থাকা পানিতে ফুঁ দেওয়া কখনও বা রাস্তার পাশের ঘাস গুলোতে
খুব সাবধানে পা ফেলছিলে


আমি নিরব দর্শকের মতো
শুধু চেয়ে চেয়ে দেখছিলাম


তোমার ঠোঁটে বৃষ্টির ফোটা গুলো জেন চুমু দিচ্ছে
অথচ আমি!
তোমার গোলাপি ঠোঁটে জমে থাকা দু ফোটা বৃষ্টির স্বাদও নিতে ভুলে গেছি আমি।


এভাবেই হেঁটে গেছিলাম খানিকটা পথ
তুমি রাস্তার পাশের ঢোবাতে ফুঁটে থাকা পদ্মো দেখতে পেলে
পদ্মো গুলো নিতে তোমার আকুল মিনতি
আমি গেলাম পদ্মো তুলতে
তোমায় রাস্তায় দাড় করিয়ে আমি পদ্মো তোলার উদ্দেশ্যে নামলাম
ঠিক যে মহুর্তে পদ্মো গুলো ছিড়তে যাবো
এমন সময় তোমার চিৎকার
আমি পিছনে ফিরে তাকাতেই অবাক হয়ে যাই
তুমি এক গাড়ির চাকার নিচে পড়ে আছো
আমি ভেবে পাচ্ছিলাম না কি করবো
শুধু অঝরে চোখের নোনা জল বেরুচ্ছে দুগাল বেয়ে
সমস্ত আবেগ সমস্ত ভালোবাসা নিমিশেই শেষ
আমাদের ভালোবাসা অপূর্ণ রয়ে গেল
প্রিয়ার ঠোঁটে জমে থাকা বৃষ্টির ফোঁটা তো দুরের কথা
মন খুলে ভালোবাসার কথা গুলোও বলা হলো না


আমি কিছুই করতে পারলাম না
শুধু চেয়ে চেয়ে দেখলাম জমে যাওয়া কংক্রিটের মতো নির্বাক হয়ে তোমার আর আমার প্রেমের অকাল মৃত্যু।


তোমাকে না পাবার যন্ত্রনায় হৃদয়টা ছোটফোট করছে
শুধু কি না পাওয়া
বলতে চাওয়া হাজারো কথা গুলো যে বলতে পারিনি
কান্নায় বুক ভেষে যাচ্ছে আমার


সে দিনের পর থেকে আর বৃষ্টিতে বের হইনা
টিপ টিপ শব্দ পেলেই সে দিনের কথা মনে পড়ে
প্রিয়াকে হারানোর এক ভয়ানোক দৃশ্যের
সাক্ষি হয়ে রইলাম আমি।



বি:দ্র:কবিতাটি গদ্যছলে লিখা।
ভুল ভ্রান্তি গুলো ক্ষমার দৃষ্টিতে দেখবেন।