যার অপেক্ষায় কেটে গেছে অনেক
কষ্টের বসন্ত , কেটে গেছে অনেক অনেকটা
সময়- সে আসেনি , আর আসবেও না
কোনদিন ।


তবুও আমার সময় কাটে
তোমারই প্রতীক্ষায় ।
শিউলীর মিষ্টি গন্ধ যখন ভেসে আসে
খিড়কির পথ পেরিয়ে ,
যখন সন্ধ্যা নামে আনমনা,
তালের পিঠের ওবাড়ির গন্ধে ডাক আসে-
তখন তোমাকেই মনে পড়ে ,
ভীষণ ভাবে ভাবায়, অন্যরকম কাঁদায় ।


জানি , আর আসবে না তুমি -
তবুও তোমায় ভাবি ,
তোমাকেই দেখি,
যেন পাগলের মতো তোমাকেই স্পর্শ করি ।
বাস্তবতার কঠোর রূপকে আমি ভয় পাই,
আমার নিজের ভূবনকে আমি পাল্টাতে
পারিনি কখনও , আজও ।


তুমি জানোইনা- আজও আমি তোমার
জন্যেই সাজি, তোমার খুব পছন্দের ঐ
নীল তাঁতের লাল পাড়ের শাড়িটি একা একা
পরে আয়নায় তোমাকে খুঁজি ।
জানি তুমি আসবেনা,
তবুও আমার সবগুলো সময় তোমাকেই
করেছি উৎসর্গ ।


আমি আজ বিবর্ণ ,
আমি আজ দুরন্ত ঝড়ে লন্ডভন্ড-
তবুও তোমারি জন্যে, তোমারি অপেক্ষায়
আমি উন্মুখ ।


আমার অন্তর সংগীতে ,
আমার কাব্য সুধায়-
চিরদিন তুমি জীবন্ত ।