তোমার প্রশংসায় পিত্তি জ্বলে যায়
তবু সইতে হয় আত্মসম্মান প্রখর বলে,
অহেতুক তোমাকে বড় করে তুলেছি
আত্মসম্মান ছিল বলে।


কর্তব্য কর্মে তুমি ফাকি দিয়েছো বরাবরই,
বলতে পার তুমি মানুষ হিসেবে পারফেক্ট?
নিজেকে দিতেই পার একশতে একশ
নিজের দিকটা ভাব বলে ধন্যবাদ তোমায়।


আমি ফাঁকিতে ছিলাম বরাবরই
বলে গেছি শুধু ভালো আছি,
কারণ আমি তোমাকে ছোট খাট
দেখাতে চাইনি সমাজের কাছে।


কষ্ট লাগে কখন জানো!!!
যখন কেও তোমাকে একশতে একশ দেয়,
আমার দিকটা না ভেবেই,
আমি নিজের কাছে নিজেই প্রাণ ত্যাগ করি বারবার----লজ্জায়।


কেমনে পারো এতটা মিথ্যে অভিনয় করতে ?
আমি জানতাম তুমি সৎ ক্রেডিট নিতে
এতটা সৎ সেটা জানতাম না, কেন জান?
কারণ আমি তোমাকে চিনতাম না আগে থেকে।