অতি বিচক্ষণ!
শান্ত স্বভাব যার,
কাগজে কলমে কবি শুধু নয়
হৃদয়ে বাজে সুমধুর বাঁশির সুর।।


কল্পনার চেয়ে কোমল যিনি-
নিষ্ঠাবানে মহান।
তীক্ষ্ম মেধার সৃজনশীল মন যেজনার
সূক্ষ্ম চিন্তার মননশীল মন।


ঘুরি ফিরি মিস করি সারাক্ষণ
কল্পনাতে দেখি কি সুন্দর বিচক্ষণ!
স্বপ্ন নয়, নয় কল্প কথা
হৃদয় সিক্ত হয়েছে অন্যরকম উপমার।


জানিনা কেন! এত ভালো লেগেছে
কোন কথাতে শুনি,
শান্ত নদীর মত নীরব চাহনি
অল্প অল্প করে নয়, হঠাৎ ভালোলাগা।।


তবুও মিশে গেছে মোর নিশিদিন
প্রতিক্ষণে সে নিষ্পাপ অনুভূতি
আমি জানিনা কি পরিণতি!
তবু ভাবছি বসে প্রতিক্ষণই।।


ভয়ে ভয়ে লিখেছি শুধু জানি এটি ভুল নয়
নয় মিছে কথা এটি,
এটা সেই বোঝে
যার জানা আছে, তৃতীয় নয়নের অনুভূতি।।