ভালোবাসা আড়াল করাতে
যে সম্মান বাড়ে,
কুঁড়ে কুঁড়ে খাওয়া রোগের
চিকিৎসা সে দিতে পারে না।


সম্পূর্ণ অন্য মানুষ
হয়ে ওঠে ধীরে ধীরে,
চোখ তখনো আড়ালে
ভেজে অশ্রুর প্লাবনে।


স্বপ্নগুলো ঝরা পাতা
হয়ে ঝরে পড়ে,
ঠিকানা বিহিন হয়
মনের উদ্দেশ্য।


একদিন হঠাৎ
পুরোনো স্মৃতি চারণে,
বোবা কাঁন্নায় ফেটে পড়ে
হয়তো নিঝুম রাত তার সাক্ষী থাকে।


রোগা চেহারা
ক্লিষ্ট দেহ,
পরিশ্রান্ত মন
দিশেহারা যখন।


অবাক পৃথিবীতে যার বাস
কর্কশ কন্ঠস্বর,
চেনা মানুষের আনাগোনা
তবুও বড় একা, নিত্যন্ত নিঃসঙ্গ।


এত কিছু হত না
যদি আত্ম প্রকাশ
স্বাভাবিক নিয়মে
হতে পারত।