যখন মন খারাপ থাকে
নিজেকে খুব একা লাগে,
স্মৃতি আমায় পিছু ডাকে
ভীষণ নিঃসঙ্গ থাকতে ভালো লাগে।


একবুক কষ্ট জমে দুঃখের স্মৃতিকোণে
জীবনকে চেনা যায় না,
অজানা কারণগুলো এসে সামনে দাড়ায়
ক্ষণে ক্ষণে শুধুই কাঁদায়।


নিজেকে আমার শুধুই ভাবায়
জীবনের এ-কি নতুন মানে!
এত যে কষ্ট পেতে হবে মন কি জানে?
মন ভাঙ্গা কষ্ট আমায় কেন এত কাছে ডাকে?