যখন ভাবি ভাইটি ভাবছে
হয়তো অন্য কারো জন্যে
ভিষণ কষ্ট হয় তখন
ভাইটিরই জন্যে।


সততার নিবিড় সাধক যিনি
নিজের অন্ধের যষ্টি,
অন্যের হাতে তুলে দেয়
কেন অকারণ আধারে থাকবে।


যখন বুঝতে পারি
শত বাস্তবতার ভিড়ে,
ভাইটি সবাইকে নিয়েই ভাবছে
তখন সঠিক তথ্য দিতে চাই।


যেন আরো বেশী পুন্যের অধিকারী হতে পারে প্রিয় ভাইটি
অসমাপ্ত হয়ে যায় আমার কথাগুলো
অজানা অশ্রুর প্লাবনে
এটা কেন হয়! দু’চোখ ভাসে অশ্রুর প্লাবনে!!


জানিনা কবে-
কান্না বাদ দিয়ে মন খুলে কথা বলতে পারব
নাকি কোনদিন পারব না।
হৃদয় নিংড়িয়ে বেসেছে ভালো আমায়,
আমি কেন নিজেকে প্রকাশ করতে পারিনা।


*********
২০.১০.২০২০
*********