সবাই সন্ধানী-
কেউ খোঁজে হারানো প্রেম, কেউ বা চাকুরী,
কেউ খোঁজে বউ, কেউ বা মনের মানুষ
কেউ খোঁজে শান্তি, কেউ বা সুখ।


কিন্তু অদ্ভুদ নিয়মের অধীন সবাই
এক পেলে অন্যটা হারায়,
এক সুতায় দুটি স্বপ্ন গাঁথা রয়
বাস্তবে প্রতিফলিত হয় না।


জীবনের টুকরো প্রয়োজনে সবাই নিশাচর,
কেউ চলেছে সত্যের পথ ধরে-
প্রয়োজনের তাগিদে,
কাউকে প্রয়োজন নামিয়েছে আরো নিচে।


জীবন একটা খেয়া
অনবরত চলেছে সে স্রোতের পক্ষে বা বিপক্ষে,
কেননা হাসি-কান্না, জোয়ার-ভাটা
জীবনেরই অংশ।


ভালো হতো যদি কখনো মানুষ
শান্তি নামের পরিপূর্ণতাকে পেতে না চাইতো,
যদি সুখ নামের মরীচিকার
মোহে না কখনো পড়তো।


দিন শেষে ক্লান্ত পথিক
নিজের মনটাকে বিমর্ষ করে নীড়ে ফেরে,
সারাদিন ছিল বিফল, মিছে ছলনার টানে
আঁধারের একাকিত্বটাও হলো নিষ্ফল।


তবে কি করে কি ভাববো?
কি করে জীবনে এত ব্যথা সইবো?
আঁধারের মাঝে কেন পূর্ণিমা এসে উঁকি দেয়?
মিছে লোভে, শত কোটি প্রতিভার- বিনাশ ঘটে কেন?