(১)
অন্ধকার মুছে যাবে, অন্ধকার মুছে যায়
চোখ মেললেই দেখবে, তোমার শিয়রের পাশে
চোখ বুজে শুয়ে আছে চুপচাপ ভোর;
জানলাগুলিও মেলে দিও, তোমার তুলতুলে গাল
রাঙিয়ে দিয়ে যাবে চৈতালী রোদ্দুর ।
 
(২)
বুক-পকেট থেকে একমুঠো উত্তাপ
গুঁজে দিলাম শীতল রাত্রির হাতে;
বাতাসে বারুদগন্ধ
জ্যোৎস্নামাখা ঘাসপাতা কাঁপতে কাঁপতে
নিস্তেজ হয়ে আসুক
ল্যাম্পপোস্টগুলো নত হতে হতে
মিশে যাক মৃত্তিকার সাথে ।
 
(৩)
একহাতে রাঙা পোস্টার, অন্য হাতে গোলাপ
বিপ্লব আর ভালোবাসার জয়ধ্বনি করতে করতে
তুমি ফিরে যাও ফিরে আসো... আর আমি...
আমি রাত্রির রাস্তায় বসে বসে সূর্যোদয়ের আল্পনা আঁকি;
মিছিলের শেষ স্লোগানের মত প্রতিধ্বনি হয়ে
তুমি বার বার ফিরে আসো ফিরে যাও
আমি রাত্রির রাস্তায় কান পেতে থাকি ।