মারো, নইলে মারা খাবে
একে একে সরে যাবে
সব ছায়া, সমস্ত আশ্রয় ।
আমি চাই নি কখনো
আমি চাই না এখনো
মধ্যপথে চাকাহীন গাড়ি হয়ে
নিঃশব্দে দাঁড়িয়ে থাকুক জীবন
কিংবা কাকতাড়ুয়ার মত
রোদের চাবুক মুখ বুজে
সয়ে যাও, মেনে নাও ।
তাই বলছি, মারো
মেরে ফাটিয়ে দাও
আঘাতে প্রতিঘাতে রক্ত ঝরাও !


বুকে জিভে ঠোঁটে বারুদ জমাও
ওসব ইশ্তেহার, কাগজের জঞ্জাল
ছুঁড়ে ফেলে হাতের আঘাতে
একটা বিস্ফোরণ যদি না হয়
জীবনে উত্তাপ আসবে না
মহাজাগতিক অন্ধকার সাঁতরে
পৃথিবীর কোলে ফিরবে না আলো ।


কারা, ওরা কারা আকাশে আকাশে
বড় বড় স্বপ্নের ফানুস ওড়ায় ?
কারা স্ব স্ব জীবনকে পদতলে মাড়িয়ে
মৃত কবির কঙ্কালে খোঁজে জীবন-
নীল ধোঁয়ার জাল পেতে আটকাতে চায়
বিষাদের কালসাপ, ফোঁস ফোঁস ছোবলে
কালো হয়ে যায় ফুসফুসের লালিমা !
ওরা কারা ? কোন মায়ের ছেলেরা ?
আমি চিনি না, আমি জানি না !


শুধু জানি, এইটুকু জানি :
বাঁচতে হলে, বাঁচাতে চাইলে
মারতে হয়, মরতে হয় ।