জীবনের স্বাদ জিভ থেকে খসে বসে আছে বিষাদের শূলে
সুতরাং আমাকে আত্মহত্যা করতে হবে !


তবে আত্মহত্যা করার আগে আমি ঈশ্বরের বাহু থেকে
ছিনিয়ে আনতে চাই অমরত্বের তাবিজ;
অলৌকিক অন্তর্বাস থেকে চুপে চুপে
চুরি করে নিব স্বর্গের চাবি ।


আত্মহত্যা করার আগে আমি এই নগরের
সবগুলো ল্যাম্পপোস্টের উচ্ছেদ চাই;
অন্ধকারে  শুধু নিঃশব্দ শীৎকারে প্রেম হোক--
পাতালে পড়ে যতখুশি সাঁতার কাটুক
সভ্যতার মাতাল আলো ।


আত্মহত্যা করার আগে আমি মেঘনাপারের
ঐ সন্ত্রস্ত মেয়েটাকে সমতার মিছিলে
সবার সম্মুখে দেখতে চাই;
তার কণ্ঠের বারুদে ঘটুক গণ-বিস্ফোরণ–
পুড়ে ছাই হয়ে যাক এই অসাম্যের বন্দিশালা!