জলজ ঘাসের মঞ্চে ডানা ঝেড়ে নাচতে থাকা
লাল লাল প্রজাপতিগুচ্ছ তোকে ভুলে গেছে ।
গোধূলির প্রস্থানে বাবুই পাখির ঝরে পড়া নীড়
ইলেক্ট্রিক জ্যোৎস্নায় প্রকম্পিত ঝড়ো সন্ধ্যা
এমনকি, সূর্যময়ী সকালের গাছতলায়
আলোছায়ার ঝিলমিল প্রিয় ঢেউগুলি
এরা কেউ তোকে মনে রাখে নি,
যে যার নিজস্ব নিয়মে সবাই ভুলে গেছে ।

ছেলেবেলা— মায়ের ভাতমাখানো হাতে
দাঁত বসানো আমার ছেলেবেলা
নষ্ট অন্ধকারে শুয়ে থাকা জীর্ণ পাতাগুলো
তোকে মনে রেখেছে, কালো জলের স্রোতে
ভেসে আসা রক্তচোষা জোঁক তোকে মনে রেখেছে !

ছেলেবেলা—  অধরা চাঁদের দিকে
হাত বাড়িয়ে দাঁড়িয়ে থাকা আমার ছেলেবেলা
চাবুকপেটার শব্দের মতন কবর ফেটে
বেরিয়ে আসা বীভৎস কঙ্কালটা
তোকে আজো তাড়া করে বেড়ায় !