(১)
ঝিমধরা সন্ধ্যাগুলো ঝাপসা স্মৃতির সিঁড়ি বেয়ে
চলে যাক সেই প্রেমহীন মৃত্যুনদীর ওপারে
তুই আর আমি মিছামিছি আবেগের স্রোতে মেয়ে
জীবন-তৃষ্ণায় ডুবি ভাসি মরি বাঁচি বারে বারে !


(২)
পথের দুই ধারে কাঁপছে ভয়ানক আলোছায়া
হঠাৎ হৃৎপিণ্ডে তুমি জ্বালিয়ে দাও ম্যাজিক বাতি-
তবু একা আমি পথ চলি ! তুমি অনর্থক  মায়া,
অনন্ত নিঃসঙ্গতার মাঝে অসুস্থ পথের সাথী !


(৩)
দিনের আলোয় তুমি অনেক বেশি সমাজ মানো
আর রাত্রি হলে বুকে টেনে নাও সব অন্ধকার! 
তোমার মুখোশের আড়ালে কোনো মুখ নেই যেন;
আলোয় খুব সুসভ্য, অন্ধকারে এত কদাকার !