নারীবাদী মঞ্চে পাঁচটা পাপেটের অনর্গল চিৎকারে
কবির চোখে নিদ্রা নামে । সেমিনার রুমের যান্ত্রিক হাওয়ায়
দুপুর দুটা থেকে বিকেল চারটা--
ভিজে ভোরের স্তব্ধতা আর নিশাচর রাত্রির প্রলাপ ।


বিষণ্ণ আঁধারের বাঁকে বাঁকে লেজে মাথায়
ঝুলে আছে মানুষের ছেঁড়া স্বপ্নের পোস্টার !


নারী তুমি জাগো, জেগে জেগে ঘুমাও, আমরা রয়েছি
সর্বক্ষণ সরব । তোমার শরীরের প্রতিটা পল্লবের গোড়ায়
আমরা পুঁতে দিয়েছি অর্থকরী অঙ্কুর । নারী তুমি
এবার পাপড়ি মেলো, ফোটাও অজস্র মুক্তির ফুল ।
আমরা রয়েছি ডালা হাতে দাঁড়িয়ে।