একটা নতুন জীবনের প্রত্যাশ্যায় আমি ধর্মালয় থেকে শুরু করে বেশ্যালয় পর্যন্ত যেতে রাজি... ইতোমধ্যে কেউ একজন আমাকে কোনো একটা মাতৃগর্ভে ঢুকে পড়ার কথা বললেন—  কিন্তু কোনো জাগতিক মাতৃগর্ভ আমাকে দ্বিতীয়বার নিবে না এটা আমি প্রথমবার বেরিয়ে আসার মুহূর্তেই টের পেয়েছি— সুতরাং ঈশ্বরের কাছে হাত পাতলাম । ঈশ্বর আমার দিকে একটা বোতল ছুড়ে মারলেন ।

আমি ঐশ্বরিক বোতলে ঢুকে পড়েছি— এবার ছিপিটা কেউ আটকে দাও । বোতলবন্দি ভুতুড়ে জীবন নিয়ে সিসিফাসের পাথরের মত গড়াতে গড়াতে  আমি একটা নতুন জীবনের দিকে পথ চলছি আর আশায় দুরাশায় নিরাশায় লাটিমের মত ক্রমাগত ঘুরতে থাকা ঈশ্বরের অবয়ব কলাগাছের বাকলের মত খুলে খুলে দিক-বেদিক ছুঁড়ে মারছি ...

একটা জীবনকে প্রাচীন অন্ধকার থেকে তুলে নতুন আলোয় নিয়ে আসার পদ্ধতি অক্ষম ঈশ্বরের জানা নেই !