নিষিদ্ধতার চাবুকে ক্রমাগত
ক্ষয়ে যাচ্ছে, ঝরে যাচ্ছে, রক্তাক্ত হচ্ছে
অলৌকিক লৌহদণ্ডে ঝুলন্ত
আমাদের যাপিত জীবনের ফাঁসগুলি—
আমরা বুঝে ফেলেছি, চলমান
পৃথিবীর ইস্পাতি ছদ্মবেশ!


বরফ-বরফ যুদ্ধে পরাস্ত পাখিরা
যখন ডানায় করে কিছু শুভ উল্লাস নিয়ে
আমাদের নগরে বেড়াতে আসে
তখনও আমরা যুদ্ধবাজ ঈগলের খামচিতে
মানবতার মানচিত্র দেখতে প্রস্তুত;
হরদম যান্ত্রিক হর্নে ছিন্নভিন্ন হয়ে যায়
পদ্মপুকুরের প্রতিটা ঢেউ
প্রতিটা কোমল পাপড়ি।


তবু ভোরের বাগিছায় গান গেয়ে যায়
কিছু পাখি— তবু আমাদের রক্তনালিতে
ধুক ধুক বেজে চলে হাতুড়ির হার্টবিট!