চার চারটা দেয়াল কখন যে আমাকে আটকে ফেলল
আমি টেরই পেলাম না ।... নেশাগ্রস্তের মতন
সেই কবে থেকে ঝিমোচ্ছি নিঃসঙ্গ অসহ্য শয্যায়
জোনাকি, তুই একটুও খোঁজ নিলি না !


বিক্ষুব্ধ যন্ত্রণাগুলি বুকের চৌদিকে
যতই তুলুক সর্বনাশী ঝড়;
স্মৃতির দর্পণে দৃষ্টি ফেলে তবুও চোখজোড়া ফের দেখতে চায়
লঞ্চঘাটের সেই অপরিচিতা বালিকাটির মায়াবিনী চাহনি...
অল্পকিছু গান-গল্প শেষে চাঁদনীরাতে
চৌরঙ্গীতে রাশেদের সঙ্গে সিগারেট ফুকাফুকি—
উৎকট ধোঁয়ায় রুপোলি জোছনার রংটাও তখন ধূসর !


বীভৎস চোয়াল বের করে মৃত্যু আমাকে যতই তাড়া করুক
আমি শুধু জানি— বেঁচে উঠতেই হবে, বেঁচে উঠতেই হবে আমাকে ।