আমি ক্রমশ বিলুপ্ত হয়ে যাচ্ছি  আমার ভেতর
হৃৎপিণ্ডে বসে বিন্দু বিন্দু হিসাব কষে পোড়া রক্ত
মগজের অন্ধকারে মারা খাচ্ছে বিবেক, মারা খাক
প্রেম-প্রীতি, গুহামানবের আদিম আবদার
আর স্বপ্নের যাত্রাপথে টলমলরত মাতালের ঝাঁক
উড়ে উড়ে যে যার নিজস্ব গন্তব্যে ফিরে যাক,
বাকীসব পড়ে থাক্‌ মাটির ঘনিষ্ঠতায়
অচ্ছুৎ বাদামের খোসার মতন ।


আমি ক্রমশ নিঃশেষ হয়ে যাচ্ছি নিজস্ব ভগ্নাংশের ভেতর
অথচ আমি চেয়েছিলাম তাকে
সর্বস্বের বিনিময়ে শুধু তাকে ।