এক দীর্ঘ স্বেচ্ছাচারী ভ্রমণ শেষে
তোর কোলে শুয়ে পড়েছে ক্লান্ত দুপুর ।
চৈতী হাওয়ায় কেঁপে কেঁপে ওঠা কচি পাতাগুলো
আদুরে সুরে এখন আর তোকে কাছে ডাকে না;
বিষণ্ণ রোদের স্পর্শে ঘেমে ওঠা গোলাপগুলো
নিঃশ্বাসে নিঃশ্বাসে ছড়িয়ে দিচ্ছে তোর দিকে
বিনষ্ট সৌরভ—
দু’চোখে আক্ষেপের নীল আগুন মেখে
তুই চিৎকার করে উঠিস
উন্মত্তের মত চিৎকার করে উঠিস—
তোকে ওরা কেউ ভালোবাসে নি, কেউ ভালোবাসে নি !


গোধূলি-বেলার বিধ্বস্ত বর্ণিল আকাশ থেকে
এক এক করে খসে পড়া মেঘের পালক
বিস্তীর্ণ প্রান্তরময়;
মৃত্তিকার নরম শরীর ফেটে বেরিয়ে আসা
সবুজ ঘাসের শীষে লেগে থাকা শিশির-ফোটা—
তোর বুকের ভিতরটাকে বিষিয়ে তোলে ব্যাপক;
তুই চিৎকার করে উঠিস
উন্মত্তের মত চিৎকার করে উঠিস—
তোকে ওরা কেউ ভালোবাসে নি, কেউ ভালোবাসে নি !