আজ আর কোনো ভালোবাসাবাসি নয়—
ইলেক্ট্রিক চুম্বনে পুড়ে গেছে ঠোঁট
শরীরের বাঁকে বাঁকে অলিতে গলিতে
রমণীয় স্পর্শগুলো আজ শুধু বিতৃষ্ণা জাগায়
ক্লান্তির ঢেউ তোলে...
চুম্বকীয় ইশারায় আমাকে ক্রমশ
টেনে নিয়ে যাচ্ছে দিকহীন অন্ধকার !
 
চলো, তার চেয়ে বরং
বসে থাকি কোনো মৃত নদীর পাড়ে
কান পেতে শুনি তার যৌবন শুকাতে শুকাতে
একদিন হুট করে মরে যাওয়ার ট্র্যাজিক গল্পটা
কিংবা চাঁদনীরাতের মাঠে
জ্যোৎস্নাভেজা ঘাসে
ঝির ঝির হাওয়ায়
মেলে ধরি হাতের মুঠো
জোনাকির মতন উড়তে থাকুক
আমাদের দুঃখবিদ্ধ স্বপ্নগুলি...
 
আজ আর কোনো ভালোবাসাবাসি নয়—
চলো, তার চেয়ে বরং
টেনে টুনে খুলে ফেলি সভ্য পোশাকগুলি
নিজের ভিতর হাতড়ে বেড়াই নিজেকে স্পর্শহীন
আয়নায় নিজেকে নগ্ন দেখি নিজে লজ্জাহীন—
কতটা মানুষ আছি আজও
কতটা যন্ত্র ?