মাংসের উত্তাপে গলে গলে ঝরে পড়ছে আজকের এই কুকুরীয় রাত— অথচ তুমি বরফকুচিগুলা নিজের গায়ে না মেখে খালি বেকুবের মত দেয়ালের গায়ে ছিটাচ্ছ, জলকামী শুকনা ঠোঁটের দংশনে অযথা নির্বিষ বাতাসটাকে বিষাচ্ছ, মানবীয় ফণা তুলে ঘামছাটা জিভের শূলে জীবনটাকে ঝুলিয়ে রাত্রিটাকে করে তুলেছ জান্তব ।

বেটোফেনের সিম্পনি বাজিয়ে কিংবা যাতনার কলিং বেল টিপাটিপিতে এখন আর কাজ নেই— রেঁনেসার সমস্ত আলোর শেকল ছিঁড়েবিড়ে আমি ঢুকে গেছি অন্ধকারমগ্ন ঈশ্বরের অন্তর্বাসে !

১৮/৬/২০১৭