পায়ের তলে গোলাপগুলো চূর্ণ করে
তোমার যেদিকে ইচ্ছে চলে যেতে পারো
শুনশান নীরবতা— তালা নেই ঘরে
চাইলেই হয়ে যেতে পারো অন্য কারো
সব প্রেম সব স্মৃতি সব ছেড়েছুঁড়ে
মড়মড়ে পাতার মত উড়ে যেতে পারো
কিংবা বজ্রাঘাতে দূর থেকে আরো দূরে
পুড়ে পুড়ে ধ্বসে ধ্বসে খসে যেতে পারো !

আমি তো লটকে আছি লটকেই থাকি
কাঁটাতারে ঘৃণাবিদ্ধ লাশটার মত
দেহটা ঝরে পড়ার খানিকটা বাকি
আকাশে পা তোলা মাটিতে মস্তক নত
প্রেম আর ঘৃণা নাকি থাকে কাছাকাছি—
প্রেম নয়, ঘৃণা নয়— শূন্যতায় বাঁচি ।