(১)
স্যাঁতসেঁতে জ্যোৎস্নারাতের ক্যানভাস
আমার তন্দ্রাকাঁপা চোখে দুলে উঠতেই
আমি একটা উজ্জ্বল স্বপ্নের শরীর হাতড়ে বেড়াই
থোকায় থোকায় ঝুলন্ত তারাদের ভিড় থেকে
দু-একটা আধমরা তারা মাটিতে খসে পড়তেই
আমি একটা মুমূর্ষু নদীকে কালেমা পড়াই !
 
(২)
শিরশিরে হাওয়ার মাদকতায়
জোনাকির ঝাঁক নেচে নেচে
ঝিমুনি ধরিয়ে দিক শিরায় শিরায়
হাতের মুঠোয় বিদ্রোহ জমে
নষ্ট চাঁদটাকে আস্ত গিলে খাব
প্রচণ্ড জান্তব ক্ষুধায় !


(৩)
মধ্যরাতে ব্যথিত পাখির চিৎকারে
ভেঙে পড়ে ডিপ্রেশনে ভোগা বৃক্ষের ডাল
ছিঁড়েবিড়ে উড়তে থাকে আমার লবণাক্ত শার্ট
গুম খুন নারীধর্ষণের প্রতিবাদে  
ঈশ্বরের পৃথিবীতে ক্রমাগত বজ্রাঘাত বাজে
আর আমি কান পেতে শুনি মশাদের কনসার্ট !