জীবনের গলিপথে ভিড় জমে আছে;
মুমূর্ষু স্বপ্নের ভিড়— হাওয়ার চাবুকে
ধীরে ধীরে অনেকের নিঃশব্দতা ভাঙে,
কারো নিভু নিভু চোখে টলমল করে
শান্ত গোধূলিবেলার শেষ আলোটুকু;
অস্ফুটিত আর্তনাদ বুকে বেঁধে নিয়ে
কেউ কেউ ক্ষেপে উঠে দৃঢ় প্রতিজ্ঞায়—
‘বাঁচতেই হবে, বেঁচে উঠতেই হবে ।’

কেউ কি নেই ওখানে, ওই গলিপথে—
মুমূর্ষু স্বপ্নের মানবিক গলিপথে ?
বাঁচিয়ে তোলো ওদের, মরণের মুখে
লাল কালি লেপ্টে দিয়ে যেই স্বপ্নগুলো
বেঁচে উঠতে চাইছে জীবনের জন্য—
যেভাবেই হোক, বাঁচিয়ে তোলো ওদের ।