যদি কোনোদিন খুব ভোরে তোমার মনের চরে
বিষাদের বৃষ্টি নামে, আমি কোনো বাঁধা মানব না
সোজা স্রোতে ভেসে যাব । যদি কোনোদিন ভুল করে
ভালো আমায় বেসেই ফেলো, আমি আর ভাসব না
ডুবে যাব, মুছে দিব সব নীল বিষাদের দাগ !
যদি ইচ্ছে-মেঘের পাহাড় ছুঁতে চাও ডাক দিও
সব জৈবিক জঞ্জাল ছেড়েছুঁড়ে রইব সজাগ
তুফান হয়ে ছুটে আসব— শক্ত করে ধোরো প্রিয় ।

কোথায় এত উল্লাসধ্বনি বাজে, কোথায় আনন্দ !
আমার প্রাণের কাছে কেবল একটা পাখি নাচে
ডানা দুটি ক্রামাগত কাঁপছে, খাঁচাটা তার বন্ধ—
পাতাদের সব আলোড়ন থেমে আছে গাছে গাছে ।
স্বপ্নজল বুকে নিয়ে বয়ে যাচ্ছে নিদ্রামগ্ন নদী—
বয়ে যাচ্ছে, ক্রমাগত বয়ে বয়ে যাচ্ছে নিরবধি !

২৮/০৮/২০১৭