আকাশের পালকি থেকে নববধূর মতন ঘোমটা মাথায়
এই নগরে যখন সন্ধ্যা নামে—
পেট্রোলদগ্ধ ধোঁয়া উপেক্ষা করে
অগণিত নীল জোনাকির ছুটাছুটি
একটু উষ্ণ সুখের সন্ধানে...

বুক-পকেটে কিছু উষ্ণতা জমা রেখে
তোমার শীতল হাতে রাখি হাত—
তীব্র ঝলকানি দিয়ে একসঙ্গে জ্বলে ওঠা
নগরের সবগুলো ল্যাম্পপোস্টের মত সমস্ত শরীরে
জ্বলে ওঠে কামনার দীপ;
অনন্তের প্রতিশ্রুতি নিয়ে
আমরাও তখন একজোড়া নীল জোনাকি ।
ক্রমাগত সুখোষ্ণ চুমুতে লাল হয়ে ওঠে সব নীল !

সবশেষে তুমি তোমার, আমি আমার;
নাগরিক ডাস্টবিনে পড়ে থাকে
আমাদের নষ্ট ভালোবাসা ।