(১)
সেইসব শীত-বিকেলের জানালায় মাঠজুড়ে
আজো সূর্য তার লাল আকাঙ্ক্ষার দাগ কাটে;
আজো আমার ব্যথিত চোখে শীতার্ত পাখিরা উড়ে
ঠোঁটে সিগারেট জ্বলে, স্মৃতিগুলো পোড়া রক্ত চাটে!


(২)
সমস্ত প্রত্যাখ্যানের ক্ষত চাঁদের নগ্ন শরীরে
আমি লেপ্টে দিতে চাই, যেন নীল বিষাক্ত জ্যোৎস্নায়
এই রাত্রি ভরে যায়! যেন দৃষ্টি হতে ধীরে ধীরে
তোমার সেই আগুনমাখা মুখচ্ছবি সরে যায়!  


(৩)
আমি তো বেশি কিছু চাই নি, তোমার নরম হাতে
এই হাত রাখতে চেয়েছি কোনো পড়ন্ত বিকেলে
আমি তো শুধু ভালোবাসতে চেয়েছি মেঘলা রাতে
যেভাবে আকাশ ভালোবাসে পৃথিবীকে ছাতা মেলে!