কথা আছে চুপে চুপে—
এইখানটায় বসো, ঠিক এইখানটায়
কম্পমান হৃৎপিণ্ডের মধ্যখানে ।


ওদিকে চেও না,
চোখের তারায় রাখো চোখ—
কাজল-মাখানো ভ্রুর চারপাশে
লেগে থাকা বিন্দু বিন্দু ঘামে
মিশিয়ে দাও
সব লজ্জা;
কাছে আসো, আরো কাছে—
কথা আছে চুপে চুপে ।


শিমুল ফুলের পাপড়ির মত দুই ঠোঁটে
জমাট বাঁধা গোপন আদর
এবার মেলে ধরো
উড়িয়ে দাও হাওয়ায় হাওয়ায় ;
ভয়ের দেয়াল চূর্ণ করে
কাছে আসো, আরো কাছে—
কথা আছে চুপে চুপে ।