এইমাত্র কুয়াশাময় শীতের সকালটা
তোমার রক্তিম হাসির চিৎকারে
চৌচির হয়ে গেল !
এ কথা আমি কাউকে বলে
বিশ্বাস করাতে পারব না, মেয়ে ।


তিন রমণীর মধ্যমণি হয়ে
তুমি কতটা উত্তাপ ছড়িয়েছিল
এই হিমার্ত হৃদয়ে ?
রোদ্দুরের অবিরাম দুরন্ত চুম্বনে
কতটা রাঙা হয়ে উঠেছিল
তোমার সবুজ কামিজের আড়াল ?
এসব আমি জানতে চাচ্ছি না !


শুধু বলি, তোমার আমার এই চুপচাপ
দৃষ্টি-দৃষ্টি খেলায় কেন সামনে এসে দাঁড়ায়
একটা ক্ষতবিক্ষত লাল পর্দা ?
কেন বার বার সরে যায়
তোমার বিমুগ্ধ বুকের জমিনে জড়িয়ে থাকা
ওই কালো সিল্কের ওড়নাটা ?


শিশিরের শীতলতায় আড়ষ্ট মানকচুর ডগায় ডগায়
ক্লান্ত একাকী ডাহুক ঘুর ঘুর করে কার সন্ধানে ?
তুমি বলে দাও, হাসি আর রোদ্দুরের স্রোতে
ভাসমান শীতার্ত পাখিদের তুমি জিজ্ঞেস করো--
শুধু কি পালকে পলক ফেলে বেঁচে থাকা যায়?
আমার হৃদয় তো আস্ত পাখিটাকে চায়!