যদি কোনোদিন মাটি আমার পদাঘাত আর না মানে
যদি বুঝে যাই বিদ্রোহের আঁচ অনুমানে
তবেই আমি পাখি হব, উড়ে যাব
পাখায় নিয়ে জীবনভর
বিষাদগ্রস্ত স্মৃতির জ্বর
আমি উড়ে যাব, যদি কোনোদিন রাগে কিংবা অভিমানে
পদতল থেকে সরে দাঁড়ায় মাটি
তবেই আমি পাখি হব ।

আমি জানি আকাশ আমাকে নিবে না
আলতো করে হলেও বাতাস আমাকে ছোঁবে না
দুই বাহু প্রসারিত করে মেঘগুলিও
চিরদিন শুধু চাঁদ আর সূর্যকেই জড়িয়ে ধরবে, চুমু খাবে
অহংকারে ক্রমাগত দূরে দূরে সরে যাবে নক্ষত্রেরা
তবুও আমি পাখি হব, মাটি-মেঘ-আকাশ-বাতাস-চাঁদ-নক্ষত্র
সবকিছুকে ছেঁড়েছুঁড়ে অস্পৃশ্য অন্ধকারে বাঁধব নীড়
তবুও আমি পাখি হব, উড়ে যাব, সব অনুভবের ঊর্ধ্বে
শূন্যতার অতল গর্তে পড়ে রব অনন্তকাল নির্বিকার !

০১/০৯/২০১৭