তুমি তো মেঘ না– বেদনার ভার সইতে না পেরে
আমার অপলক দৃষ্টিতে বৃষ্টি হয়ে ঝরে যাবে!
তুমি নদী, এই অন্ধকার অরণ্যের মায়া ছেড়ে
চলে যেতে পারো কোনো আলোকিত নগরীর দিকে।


আমি এক নির্লজ্জ ভিখারি, ভালোবাসার কাঙাল–
তবু তৃষ্ণার্ত শরীরে আজো পাই নি জলজ ঢেউ
ক্ষতটা মুছে নি কেউ, তাই দু'চোখ করেছি লাল;
এতটা বৈষম্য কেন পৃথিবীতে প্রেমিকে প্রেমিকে?


মেঘ না হলেও তুমি আকাশের গায়ে গেঁথে আছো
আর আকাশ তোমার পায়ে– আমার হৃদ-জমিনে
নদী হয়ে বয়ে যাচ্ছো, দুই চোখে চাঁদ হয়ে বাঁচো–
স্বপ্নটা আমি গেঁথে দিলাম তপ্ত বেদনার শিকে! 


তবু তুমি জেনে রেখো, হে আমার অপ্রাপ্তির ক্ষত!
তুমি যারে চেয়েছিলে খুব হৃদয়ের কড়া নেড়ে
সে যদি উন্মাদ কেউ হয়, কিংবা আমিই হয়তো–
জল আর জ্যোৎস্নার পার্সেল পাঠিয়ে দিও এদিকে...


তুমি নদী, তুমি চাঁদ– আমি এক অভুক্ত উন্মাদ–
জল আর জ্যোৎস্নায় মিটে নি তোমাকে পাবার সাধ!