আমি কতবার আকাশের ওপারে
মুখ তুলে প্রার্থনা করেছি—
এবার তোমার শুকনো মনের চরে
নূপুরের বাজনা বাজিয়ে
এক পশলা বৃষ্টি নামুক
বৃষ্টি শেষে সুখী শিশুর মতন
একফালি রোদ হাসুক ।


আমি কতবার পাতালের অতল অন্ধকারে
মুখ গুঁজে অভিশাপ দিয়েছি—
এবার তোমার ঠোঁটের আংটায়
একটু মরচে ধরুক
খাঁচাবন্দি পায়রার মত নরম বুক থেকে
কয়েকটা পালক ঝরে পড়ুক ।


প্রার্থনা আর অভিশাপ— দুটোই অলৌকিক হ্যাঙ্গারে ঝুলিয়ে
আমি কতবার তোমাকে মনে মনে বলেছি—
ভালোবাসাকে বাঁচতে দাও— প্রত্যাখানকে রাখো দূরে সরিয়ে ।